পোস্টগুলি

অক্টোবর ৭, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দাবিদার -

ছবি
দাবিদার - ============= মোঃ রহমত আলী ============= কতদিন তোমরা আর দাবিয়ে রাখিবে দাবিদার সেই এক অধিকারী কে। সকল বিপত্তি কাটিয়ে জয় করিয়া নিবু সবে কালজয়ী দুঃস্বপ্নের মোহ। বঞ্চিত হয়ে ও অধিকারে বজ্রপাত হইছে নয়ন আঙ্গিনাতে। শেষ দাবি তার একটাই, অধিকারে বঞ্চিত দাবিদার তাই। দরদ আর নাহি জাহানে দরদিয়ায়, শুধু কি ডুবে কাস্তি দরিয়ায় এ দিলের। দাবিদার ও আর তার, মরিয়া গেল তবে কি? দাবানলে দেবে কত আর, রাখবে তোমরা সেই সে, এক এক দাবিদারি কে ! আমার নেই কি কোন তার উপর অধিকার, তবে কেন সে আমায় মানে না তার সত্য এক দাবিদার। দরদ দিয়া ও সে আমায় নাহি দিলে কোন দাওয়াই, তবে কি সে আমায়,সত্যি দিলে হামেশা মনের বদদোয়াই। দূরেই রবে আমি আর সদা, সব দাবি লয়ে,নাহি কবে তোমায় আর কিছু,কোনও এক দাবি লয়ে। বঞ্চিত দাবিদার তবুও বন্ধু আমি তাই কি তার। যে সত্য দাবিদার সেই যে, কভু তাকায়-নি ফিরিয়া আর, তবু যে আমরা সবে তারই তারিফ করে যাই। দাবিদার এক রোজ কাল পেরিয়ে, আছে একই দুয়ারে দাঁড়িয়ে। দিন দিন সে দোয়ার মতোই বদদোয়া করে,নিরুপায় অপূর্ণ যত সব হক দাবি লয়ে। দাবিদার কহে দেনাদারকে, মনে রাখার ছিল তোমার, নাকি স্মরণ করানো

গুঞ্জন -

ছবি
গুঞ্জন - ============ মোঃ রহমত আলী ============ জাত কালা অন্তর, রাতে কালো পথ-বন্দর, আঁধারে ঘুরে আরো কত কি সহ জোনাকি ! দিন-দুপুরে যে চোখ অন্ধ, সারা-জনম স্বার্থের দ্বন্দ্ব, চুক্তি করে-ও অস্বীকার, ফাঁদ পেতে ধরে শিকার। পাখি খুঁজে হারানো নীড়, প্রাপ্য হারিয়ে বহে চোখে নীর, সাদা-কালো মানুষ-গুলোর, অন্তর কোন জাতের, আকাশ ছুঁয়ে বলে, জমিন আমার কোন কাজের। জাত-পাতের গুঞ্জন, সবাই ভালো মানুষজন, মন্দ আমি একাই একজন। এক আঙুল তার দিকে, তিন আঙ্গুল নিজের দিকে, খারাপ কে এই ভবের-দেশে, খপ্পরে সব আপন দোষে। এখন দেখি সাধু সবাই, বাহ কি যে কথায়-কথায় ! রাজ্য সবার নিজের-নিজের, সন্ধানে পোড়া কয়লা অন্তরে, দরবেশ দেখো কোন জনে !! ০৭.১০.২০২৩

জাগ্রত মিলন মেলা

ছবি
জাগ্রত মিলন মেলা ============== মোঃ রহমত আলী ============== আসছে দিন সামনে সময়, জাগ্রত মিলন সাহিত্য মেলায় বন্ধুগণ হাজির হন। সাহিত্যপ্রেমী জাগ্রত সাহিত্যের মহামিলন মেলায় মহানায়কের ডাক। সব রেখেছেন আয়োজন, চলে আসেন সব-প্রিয়জন, এপার বাংলা ওপার বাংলা এক হবে সব জাগ্রত সভায়। শিহাব রিফাত আলম ভাই, জাগা জাগ্রত পাতায়-পাতায়, বহুদিন-বহুকাল বেঁচে থাকবেন, ইতিহাসের কলম খাতায়। আবৃত্তিকারদের অনেক সম্মান, সাংবাদিক,সাহিত্যিক,লেখক, কবিদের মনের-প্রান, প্রকাশক সম্পাদকের জানের-জান, মহা অগ্রনায়ক বহুত সভায়, শিহাব রিফাত আলম স্যার ॥ ২৮.০৯.২০২৩