গুঞ্জন -
গুঞ্জন -
============
মোঃ রহমত আলী
============
জাত কালা অন্তর,
রাতে কালো পথ-বন্দর,
আঁধারে ঘুরে আরো
কত কি সহ জোনাকি !
দিন-দুপুরে যে চোখ অন্ধ,
সারা-জনম স্বার্থের দ্বন্দ্ব,
চুক্তি করে-ও অস্বীকার,
ফাঁদ পেতে ধরে শিকার।
পাখি খুঁজে হারানো নীড়,
প্রাপ্য হারিয়ে বহে চোখে নীর,
সাদা-কালো মানুষ-গুলোর,
অন্তর কোন জাতের,
আকাশ ছুঁয়ে বলে,
জমিন আমার কোন কাজের।
জাত-পাতের গুঞ্জন,
সবাই ভালো মানুষজন,
মন্দ আমি একাই একজন।
এক আঙুল তার দিকে,
তিন আঙ্গুল নিজের দিকে,
খারাপ কে এই ভবের-দেশে,
খপ্পরে সব আপন দোষে।
এখন দেখি সাধু সবাই,
বাহ কি যে কথায়-কথায় !
রাজ্য সবার নিজের-নিজের,
সন্ধানে পোড়া কয়লা অন্তরে,
দরবেশ দেখো কোন জনে !!
০৭.১০.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥