পোস্টগুলি

জানুয়ারী ১০, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

খোঁজ - ( মোঃ রহমত আলী )

ছবি
খোঁজ - ============= মোঃ রহমত আলী ============= ভেঙে ছিল কি ? শব্দ হয়নি ! শুধু ক্ষত হয়ে ছিল ; দেখা যায়নি ! চোখে চোখে বলা.. মুখ খোলেনি ! কথা শেষ হলেও ; বলা হয়নি। দেখে দেখে অদেখা , দেখা দেয়নি ! শুনে ছিল যাই সব , বুঝে নেয়নি। হাতে ছিল হাত , ধরা হয়নি ! দিন শেষে রাত , সময় আসেনি। একটু একটু এগিয়ে , আর একটু যাইনি ! ঠিকানা খুঁজে পেলেও , মঞ্জিল পাইনি। আশায় আশায় নিরাশা , আশা ছাড়িনি ! ভরসায় খেয়ে ধোঁকা , ভালোবাসা কমেনি ।। ১০.০১.২০২৫