দাগ - ( মোঃ রহমত আলী )
দাগ - ============= মোঃ রহমত আলী ============= গলা থেকে নামছে‘না কাঁটা খেটে খেটে মরছে যে গাধা চোখের নিচে কালো দাগ আঁকা সোজা পথ ছেড়ে বাঁকা পথে হাঁটা জাত ভালা না’ পাত ভালা ভালো নিয়তে গলায় মালা আবোল-তাবোল কয় যাঁরা সরল সোজা পথের পথিক নয় তাঁরা দেখতে সাদা হলেও কি ভোলা মাথার ভেতর ভীষণ ব্যাথা দেখে মন-ভোলানো হেলা খেলা কথার তোড়ে জল পুরা ঘোলা ।। ১২.০২.২০২৫