পোস্টগুলি

সেপ্টেম্বর ২৪, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সান্ত্বনা -

ছবি
সান্ত্বনা - ============ মোঃ রহমত আলী ============ মধুর পেয়ালায় ডুবে মরে পিঁপড়া, তেতুলের টকে জন্মে যে পোকা, মরিচের পোড়া ঘ্রাণে মগজ ধোলাই, দিয়াশলাই খুঁজে ফেরে জ্যান্ত জোনাকি, উইপোকার বুদ্ধি খাই-খাই সব। গাধার পোয়ালে লাগা অগ্নি দম, অক্সিজেনের সাথে ফরমালিন, মেঘের গর্জে উঠা কদাচিৎ দৌড়ঝাপ, কাদা মাটিতে জন্ম নব বিষাক্ত আগাছা। মৌমাছির সঙ্গে প্রজাপতির মনোমালিন্য, দিনে লুকোচুরি,রাতে কানামাছি খেলা, ঝড়ো হাওয়ায় কম-বেশি সংঘাত। তুফানের শব্দে কুমিরের হাসিমুখ, সিংহের গর্জনে,মরে সাপ,ইঁদুরের গর্তে, বানরের লাটিম নাচায় শিয়ালে। মরুর প্রান্তরে উটের সাঁতার, সমুদ্রের মাঝে হরিণের শিকার, বাজপাখি নাচে ঢেউয়ের তালে। লতা-পাতার প্রেমে ভল্লুক মশাই, স্বর্গীয় ফল দুনিয়ায় পচনের পরেও খাই। সাথী যার হাতি,ছাতি ফুলিয়ে চাঁদাবাজি, নিম-গাছের ছাই,ধুলো চোখে তাই ! কালপেঁচার রাজ্য রাত্রিচর কার্য, বাঘের ন্যায় বিড়ালের ধৈর্য, আস্তাবল শূন্য ঢোল-তবলা ধন্য ॥ ২৪.০৯.২০২৩