পোস্টগুলি

আগস্ট ৪, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পাগলা-বাউল

ছবি
পাগলা-বাউল ============ মোঃ রহমত আলী ============ বাউল মন পাগল হয়ে গেলো, পাগল মন হলো রে বাউল। মনের ভিতর যে প্রাণ -তার যে পরান, সে ও জানে-না কোথায় জানের জান। গোলকধাঁধায় পরিবেশ বহাল, সঙ্গ দোষে ভালো মানুষ হয়রান। পাগল চেনা সহজ তো নয়, পথেই হচ্ছে কত জীবন যে ক্ষয়। দয়ার সাগরে কোথায় ঢেউ, হাত বাড়িয়ে মদত করবে যে কেউ। পাগল বসা আজও এক পাল্লায়, আরেক পাল্লায় দুনিয়ার মৌ। বাউলা মনে যে প্রাণ আছে, পাগলা মনেরও এক পরান। জানতে চায় -কে পাগলের খবর, কোথায় আছে পাগলার জান। অমাবস্যা আর পূর্ণিমার তুফান, পাগলা-বাউল এর সব সমান। কাঁদছে পাগল কিন্তু কেন ? মনের সুখে লোকালয়ে মুখ লুকিয়ে ! হাসছে আবার বাউল দুঃখে, মনের জঙ্গলে প্রাণের সুর তুলে। পাগলা চেনে যেমন পাগল, বাউলা চেনে তেমন বাউল, আমরা সভ্য বুঝিনা শব্দ জানি শুধু মূল্য। ০৪.০৮.২০২৩