তৃষ্ণাতুর ( মোঃ রহমত আলী )
তৃষ্ণাতুর ============== মোঃ রহমত আলী ============== যদি একটু কাঁদতে দিতে, তবে পরান ভরে সুখের হাসি হাসতাম। যদি একটু হাসতে দিতে, তবে আনন্দঅশ্রু ঝরাতে পারতাম। যদি একটু কথা বলতে দিতে, তবে দুঃখ গুলো খুলে দেখাতাম। যদি একটু ভালোবাসা দিতে, তবে শত বদনাম মাথা পেতে নিতাম। যদি একটু সুযোগ দিতে বন্ধু, তবে একটি পুরাতন কবিতা শোনাতাম। যদি একটু চোখে চোখ দিতে প্রিয়, তবে ইশারায় প্রেম নিবেদন শিখাতাম। যদি একটু মুচকি হেসে দিতে তুমি, তবে শ্রাবণের গদ্যময় পদ্ম তোমায় দিতাম। যদি একটু একপলক দেখা দিতে, তবে জনমের তৃষ্ণা আজি ভুলে যেতাম। যদি একটু সাথ দিতে সাথী, তবে ধন্য আমি তোমার জন্য। যদি একটু… ৩০.১০.২০২৪