পোস্টগুলি

জুন ৪, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হাট বাজার

ছবি
হাট বাজার ============ মোঃ রহমত আলী ============ আদা কিনতে গাধা আমি, তেলের বাজারে বেতাল, পেঁয়াজের ঝাঁঝে চোখে পানি, রসুন সহ দামে,গোস্ত দামী, মরিচের দর কষাকষি নানা-নানি, কাটা ঘায়ে হলুদ লাগাই, ওষুধ কেনা দুশকর তাই, সবজির বাজারে আগাছা হাতাই, চাল,গম,মসলা যেন সোনা-রূপা ভাই, টাকা-পয়সার কোনো -মূল্যনাই, লিচু কিনে শএর দরে, গণনা করলে আশি-নব্বই মিলে, গাছে পাকার আগেই ভরা ফল বাজার। মাছের বিরাট আজও হাট, কেনার সামর্থ্য কোথায় সবার, সুগন্ধি সাবান বাপরে-বাপ, সাধের-সাধ্য কার মাখবে আবার, পুরাতন কাপড় নতুনের দাম, বহুত ব্যবসায়ী তো লালেলাল, চিনির অভাবে মিঠা ছাড়াই -চা পান, গ্যাস-বিদ্যুৎ প্রায় মাসেই মূল্য সমন্বয়ে, সিজন ছাড়াই তরকারি এখন, পাই যে বারো মাস,আলু ভাই অমূল্য, দেশি মুরগির ডিম উধাও, বাজার করতে চোখ-মুখ কালো-লাল, বেহাল-দশার খেলা রোজ হাট-বাজার, পকেট ঝেড়ে ভরে না আর ব্যাগ আমার ! ০৪.০৬.২০২৩