পোস্টগুলি

ডিসেম্বর ১১, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শেষ অবধি চলবে ( মোঃ রহমত আলী )

ছবি
শেষ অবধি চলবে ============== মোঃ রহমত আলী ============== আর শেষ হবার নাম নেই একবার শুরু হলেই সারা চলবে শেষ অবধি.. আয়না ভেঙে বায়না ধরা হেসে খেলে দীঘির জলে ডুবে-ডুবে ভেসে ওঠা.. পূর্ণ চাঁদের জোছনা মাখা প্রেম প্রেম লীলা দোল.. যেন চোখের আঙিনায় বন্দী গোধূলির কাননে নীলকমল.. আরে বাহ্ কেবল তো শুরু চলবে শেষ অবধি.. ভালবাসাবাসির সাহিত্য যাহা রাত জাগা পাখি হয়ে বিহান-বেলা গুল হয়ে যায় আহা আরও বেশ.. মাঝেমধ্যে বিনি-সুতোয় লাগা টান.. মায়া মাখা সিক্ত সুখো ছোঁয়ায় কোনো কমতি নেই তো.. প্রেমের বসতি জুড়ে অভিমানের চলছে চলবে.. সেই আদি হতে বহু যতনে মনের মতন আর শেষ হবার নয়.. শেষ অবধি ১১.১২.২০২৪