পোস্টগুলি

ফেব্রুয়ারী ২, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"বর্ণ"কথা"কণা"

ছবি
"বর্ণ"কথা"কণা" ============== মোঃ রহমত আলী ================ ক ! ক-জানি না কবি কালের, কলম তুলি কান কাপেছে ঠোটে, শিক্ষা মাটি মূর্খ বনীল। খ ! খুলিতে-ই কিতাব চিন্তামন, তাই খুদ খোয়াবী,চোখ মুন্দী- কেমন,শুই তো তখন। গ ! গাধা আমি আমার পালের, গুণ বীণে গাফিলতির, গোলকধাঁধার ওজন গুণে। ঘ ! ঘাড় নুইয়ে কু-নাম শুনি, যতক-ততক ঘর ছেড়ে ঘর খুঁজি, ঘাম মুছে নিজ তবনে।       ঙ ! আঙুল নাহি কারো পানে তুলি, নিজ ঘুম ভাংগি, আঙ্গুলে তাসবিহ গুণন চলি। চ ! চামচামি নাহি কারো করি, চোখ-দেখে-চোখ দেই, চা পানিতে জিহ্বা ঝাঁঝায় লই। ছ ! ছাড় নাহি নিজেকে দেই, ছত্রাকার-সমাজের-ছাড়পত্র- পাওয়া ছাত্র গুনী কই। জ ! জবান সামলে- জবাব দিয়েই জামিন, জনাব জ্বলি নিজেই, অন্যান্য না জ্বালাই।        ঝ ! ঝগড়ার ঝংকার- শুনেও না শুনি-রে, ঝুপ করেও চুপ, ঝই ঝামেলা চল এড়িয়ে চলি। ঞ ! অজ্ঞ আমি কৃতজ্ঞতাপূর্ণ, মন রতে মিঞা নাহি চাই হতে, না- কঞ্জুস বনীতে।        ট ! টাকা-টাকা কয় কথা, বন্ধনহীন টক্কর,টাকা'র না দেই, টক কথা না কানে লইরে।   ঠ ! ঠোকর খেয়ে ও ঠিক হলুম না তাই, ঠকার পরে-ই সঠিক হুশ পেলুম সমত ভাই। ড ! ডুব দিয়ে বিষ খায়