মহা কারবার ( মোঃ রহমত আলী )
মহা কারবার ============= মোঃ রহমত আলী ============= যুক্তি বন্দী তর্ক আজাদ ইজ্জত নিলাম শিষ্য গুরু আজ মহা কারবার সত্য ঢাকা অসত্য প্রচার মিথ্যার বিস্তার মিথ্যাচারে পুরস্কার বেহিসাব বেহিসাব চুক্তির আসরে ভক্তির সুরে সুরে মুক্তির গানে শ্রোতা বেসামাল হাজির বেশুমার ০৬.১১.২০২৪