পোস্টগুলি

ডিসেম্বর ১৯, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এ অপেক্ষা চলবে ( মোঃ রহমত আলী )

ছবি
এ অপেক্ষা চলবে ============== মোঃ রহমত আলী ============== তুমি তো ভুলেগেছো আমায় , আমি তো ভুলিনি আজও তোমায়। প্রেমের ফাগুনে আগুন দিয়ে , কাঁদছো কেন ওগো মিছে মায়ায়। যে পথ দিয়ে তুমি গেলে গো চলে , সে পথেই আছি আমি আজও চেয়ে। তুমি আসবে বলে এলেনা প্রিয় ! অপেক্ষার প্রহর রাত শত , প্রতীক্ষায় কত মেঘলা দিন হলো গত , পুবের সূর্য পশ্চিমে, পশ্চিম থেকে চন্দ্র পূর্বে , রংধনু উত্তর থেকে দক্ষিণে উঠে গেল চলে ! তবু তুমি এলেনা আমার উঠোনে ছায়াতে ; এ অপেক্ষা চলবে জনমভর তোমার মায়াতে। ১৯.১২.২০২৪

পরমার্থ ( মোঃ রহমত আলী )

ছবি
পরমার্থ ============= মোঃ রহমত আলী ============= জানি তবুও মানি-না , মানি তবু সত্য জানি-না , ধরি তবুও ধরতে পারি-না , মিথ্যা জেনেও সত্য বলি-না , খুঁজে ফিরি অমূল্য রত্ন ! পেয়ে গেলে করি-না মোটেও যত্ন। হ্যাঁ শুধু আমি ; কিন্তু তুমি-না ! চাই কিন্তু আগলে রাখতে পারি-না , সততার তত্ত্ব ছাড়া পরমার্থ পাওয়া হয়-না। বাঁধি কিন্তু বাঁধা যায়-না , অক্ষর জুড়ে জুড়ে শব্দের শব্দার্থ , বিক্রি হয় বাজারে যা ; মূল্য কী মর্ম। দেখতে চেয়ে, দিদার পেয়ে, দর্শন তবু পাই-না ! তবে কি এ জনম হায়্ জন্মান্ধ ; তাই-না ? আজও অন্তর্দৃষ্টি শূন্য দেখেও দেখা হয়-না। জানি-না, তাই মানি-না, বললে তো হবে-না , খুঁজে দেখো আকাশে বাতাসে সৃষ্টিতত্ত্ব , আমি সৎ হলেই , তুমিও হবে সত্য শ্রেষ্ঠ । ১৯.১২.২০২৪