পোস্টগুলি

নভেম্বর ২৩, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রসন - (মোঃ রহমত আলী)

ছবি
রসন - ============ মোঃ রহমত আলী ============ ফোঁটা কলি ছিঁড়ে লাভ , ঝরা ফুল তুলে মালা গাঁথ , কাটা ভরা ফুলে প্রেমবাগ , ফলে ভরা গাছ,চেনা যায় জাত। শুকনো পাতায় অগ্নি জ্বালা , বলাকা উড়ে মেলে ডানা , দু-পায়ে চলে চলাচল , চারপায়া চরিত্রে অবিকল। পূজারী দুর্বল সুন্দরে , তবে ভালোবাসবে কে অসুন্দর , ভাবভঙ্গী-তে যেন অঙ্গীকার ফাঁসাতে পারতেই বাস কামিয়াব। ফুলচোর গুলবাগের পাহারাদার , মৌমাছির হক মেরেই , নিজের পেট ভরে বারবার , দাবি করে নিজেকে সরদার। জমানো রসদ গেল পোকার পেটে , তবে পেল না রসন সদর লোকে , ভিখারী নিজের ভিক্ষা করে দান , তাতেই বাড়ে আরো বড়লোকের মান। সমান-সমান পকেট কেটে , সবার গলায় অভাবী ছুরি , লম্বা বোল রোজ-রোজ , চোর ডাকাতের নামের ঢোল । ২৩.১১.২০২৩