পোস্টগুলি

জুলাই ২১, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লাজুক লজ্জা

ছবি
লাজুক লজ্জা ============ মোঃ রহমত আলী ============ পেটে আছে তার বহুত ভুখ, খোলে-না তো সে লাজে মুখ। বোঝে যদি কেউ দেখে রূপ, পুছে তাকে ওহে কেন চুপ। লজ্জায় চোখ ভরা জল, সংকোচবোধ তবে কিছু বল। আকাশের পানে মুখ তুলে, দুহাত পেতে মাগে দয়ার ভিখ। পাতে না তো লাজে হাত, জনে-জনের দুয়ারে আর। কেউ যদি খুঁজে তাকে, দেয় তুলে হাতে তবে -তা নেয়। মুখে আছে তার সুখ-সুখ, ক্ষুধায় জিকির খোদার খুব-খুব, পেটে বাঁধিলো লাজুক পাথর, লজ্জায় লজ্জিত হয়ে খুদ। কেউ কিছু দিয়ে যায়, তো কেউ দিতে-দিতে দুঃখ, সুখ যে আবার নিয়ে যায়। নাজুক হাত পেতে কি আশায়, লাজুক মুখ যার চুপ রয়। দারিদ্রের ছাপ পোশাকে তার, মুখে মৃদু আনন্দের-উল্লাস, চায় না খুলে তো মুখ ফুটে খোরাক ! ২১.০৭.২০২৩