পোস্টগুলি

মার্চ ১৮, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রলাপ -

ছবি
প্রলাপ - ============= মোঃ রহমত আলী ============= কবিদের কি ? পাগল মনে হয় বুঝি, আর কবিতা গুলো পাগলের প্রলাপ। আসলে মনে হয় আমার কাছে সবাই, নিজ নিজ মনের রঙ্গের মনেই পাগল। বুঝেনা কবিতা তো,কবি কে ভাবে পাগল, কিছু বুঝে গেলে বলে ওঠে আবার, লিখেছে এগুলো কোন যুগের ছাগল। মানিনা কোনো অমান্য নিয়মের বারণ, লিখে যাই তবু আমি অবুঝ মনের কারণ। সাদা কাগজে কালি মেখে চুপ জান, খামোশ-বদলা নিতে চায়,নিরব প্রতিকারে সে আর এক মন-পাগলা পাগল-মন। কবিদের কি ? বলদ মনে হয় বন্ধু, মন পাগল বড়ই বোকা,আবেগেই হরহামেশা খেয়ে যাই,নতুন-নতুন ধোকা। মিছে সান্তনায় কি আর প্রান জুড়ায়, অন্তর সমঝোতায় কলম কালি ফুরায়। কালো নীল লাল সুখের গান মিলান, দুঃখের গদ্যে কিছু মনের-প্রান জুড়ান। কানাকানি কান কথায়,কবি কান না দেয়, কাননে বসে কান্নায় কথা হয় কবিতায়। কবির-কবিতার জিন্দা ভাষা না ফুরায়, কারণে-অকারণে মন বুঝা বড় দায়, কে চিনে কোন পাগল কার দরজায়। কবিদের কি ? আহাম্মক মনে হয় ভাই, লড়াই না করে মুখে-মুখে,প্রতিবাদ হবে সদা লিখিত কবির কাগজ-কলমে। বলেছিলে ছাপা হবে কবিতা দশ, ছেপে দিলে অন্তপর কবিতা আট। কবির স্বপ্ন ঘুম,পারে কে দেখি ভাঙ্গাতে