পোস্টগুলি

নভেম্বর ২৬, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিশ্ব-পণ্ডিত ( মোঃ রহমত আলী )

ছবি
বিশ্ব-পণ্ডিত ============== মোঃ রহমত আলী ============== বিশ্ব যখন অন্ধ হয়ে, অন্ধ খুঁজে ফেরে, অন্ধ তখন বিশ্বের দিকে তাকিয়ে বলে, দেখোনা তোমরা কোথায় আগুন লেগেছে ! আর কারা আগুন লাগিয়েছে, তাঁরা কারা যাঁরা আগুন লাগাচ্ছে। তাহলে তোমাদের নজরে এগুলো কী ? বোধহয় শুধুই মজাদার লীলা ! আসলে লক্ষ্য কোটি আর্তনাদ দেখেও তোমরা মিথ্যা সান্ত্বনা জুড়ে ছুড়ে দাও ! হয়তো মজা করে ধ্বংসাত্মক তামাশা দেখতে। বিশ্ব যখন আলোকিত রজনীর তালাশে ব্যস্ত, তখনও কতক দেশের আমজনতা অভাবগ্রস্ত মারাত্মক দুর্বিষহ জীবনযাত্রায় জর্জরিত। তবু যতই চোখে আঙুল দাও, দেখেনা বিশ্বগুরু, অথচ তারাই আজ বিশ্ব মহারাজ, মহাপণ্ডিত ! ২৬.১১.২০২৪