পোস্টগুলি

মার্চ ১৩, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সন্ধান - ( মোঃ রহমত আলী )

ছবি
সন্ধান - ============= মোঃ রহমত আলী ============= পথিক তুই খুঁজিস কারে ! পথে, প্রান্তরে, বন্দরে, ঘুরে ঘুরে বনে জঙ্গলে, তুই জানিস না ! সে তো তোর অন্তরে। পথিক তোর নিজের খবর নে রে আগে, পরের খবর কি দরকারে ? তোর ঘরে (কবর) তুই থাকবি একা ! জনম ঘুমে, উঠানোর আগে। পথিক তোর ছায়ায় ছায়ায়, রাখতে নজর পাহারা আছে গায়ে ! ভুলেও তুই ভুলিস-না, জেনেও ; ভবের ঘোরে মত্ত হয়ে, সত্য ভুলে, সকাল সাঝে মিছে মায়ার লোভে পড়ে। যেতে তোকে হবেই চলে সময় ফুরিয়ে সময় হলে। পথিক তুই খুঁজিস যাঁরে.. তিঁনিই এক আল্লাহ মহান অদ্বিতীয়, তিঁনিই বিরাজ সদা সবখানে। তোর অজান্তের সকল খবরটাও.. যা আছে লুকানো মনের অতলে, তিঁনিই জানেন তিঁনিই রাখেন। পথিক তুই এদিক ওদিক যাসনে ওরে, শারঈ তালিম মেনে -নে, আহকামে এলাহি তামিল হো.. সৃষ্টিকুল ভালোবেসে, তাঁর হলে তুই পাবি তাঁরে। পথিক তুই খুঁজিস যাঁরে সে তো তোর অন্তরে।। ১৩.০৩.২০২৫