পোস্টগুলি

ফেব্রুয়ারী ১৮, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তুলনা (মোঃ রহমত আলী)

ছবি
তুলনা ================ মোঃ রহমত আলী ================ তুমি তো বন্ধু বহুদূর যাবে না আমার সাথে, তবে চলো না কিছুদূর। দেখো ঐ যে অন্ধ বেচারা, আলোতে খুঁজে ফেরে মানিক, চোখ থাকতেও কেমন পথিক, অন্ধকারেই করে ঘুরঘুর। চলো বন্ধু এইতো এই ফুটপাত পর্যন্ত যাই, আমি যা দেখছি, তুমিও কি তাই ভাবছো ! ঐদেখো ফকিরের সাথে বাবু-সাহেব এর কত মিল। অনুনয়-বিনয় করে, হাত পেতে ভিক্ষা নেয় ভিখারী, তারাও তো নেয় মুখ-খুলে দাপটের সাথে ধমকে। তবে বন্ধু তুমি কি বলো, পাগলরাই বোধহয় ভালো আছে তুলনামূলক ! ও তুমি তো আর যাবেনা, আমার সাথে ততদূর, তবুও তুল্য এগুলো  বকবক আবোল-তাবোল ঘোর॥ ১৮.০২.২০২৪