মাশুল

মাশুল
============
মোঃ রহমত আলী
============
চলুন তো দেখি কিছু সুখ, না হয়,
সবার মাঝেই বিলিয়ে দেই।
চেষ্টা করতেই তো পারি, না হয়,
কিছু দুঃখ সবার থেকে অল্প কিনে লই।
যদি ভুল করে ভুল হলে পরে, না হয়,
ক্ষমা করে মহৎ হয়ে,হয়ে যাই।
বলুন তো কে আছেন দেখি, না হয়,
নিজের আয়োজন পরে করি,
আগে অপরের প্রয়োজন মিটিয়ে দেই।
হতেও তো পারতো যদি, না হয়,
পাগলের সাথে খোশগল্প করতে চাই।

একটু ভাবুন তো দেখি, না হয়,
ফকিরের ছিটিয়ে যাওয়া চাল,
কেউ কে যে আছে টোকায়ে দেয় তাই।
চলতি পথে দেখিতেই বন্ধু, না হয়,
তুলে দিতে পারতাম তো মদত করে,
ফেরিওয়ালার ঝুড়ি মাথায় একাই।
একটুও ধৈর্য ধারণ করতে ভাই, না হয়,
মিলেমিশে বয়ে যেত হয়তো,
একেবারে দুঃসময় সবার পুরোটাই।
বন্ধুরূপী ঘনিষ্ঠ দুশমন থেকে, না হয়,
হুঁশিয়ার থাকিলে মাশুল দিতে কি তাই।
একমুখী মশগুল দেখি কি, না হয়,
কিছু লোকসানে সার্থকতা যদি পাই ।

২২.০৫.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)