রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)
রাজ মন্ত্র
============
মোঃ রহমত আলী
============
এক মন্ত্রে সব শেষ !
যুক্তি, তর্ক, অর্জন, গর্জন, শেষে বর্জন।
চোখে যা দর্শন, অন্তরে অসহায় ক্রন্দন,
যুগ যুগের ইতিহাস মজলুমের অধিকার,
সত্য হক কথায় রাজপথ রক্তে অঙ্কন।
এক মন্ত্রে রাজ সাধু !
এ এক খেল জাদু, হুকুমের আগেই বর্ষণ,
ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে বুলেট অর্পণ।
রাজ যন্ত্রের কানে কানে মন্ত্রতন্ত্র,
অস্ত্রের মুখে শাসন শোষণ স্বাধীন গণতন্ত্র।
এক তন্ত্রে নূতন শাস্ত্র !
ছাত্র, শিক্ষক, সিপাহী, আমজনতা,
কামলা, আমলা, শ্রমিক, কিষান, আমরা,
সর্বপ্রজা হতে বাধ্য ! রাজতন্ত্রের মন্ত্রের ভক্ত,
এমনই তন্ত্রসংস্থিতি এ এক রাজ মন্ত্র !
১৭.০৭.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥