পোস্টগুলি

জানুয়ারী ২৪, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রঙ বে- রঙের -রং

ছবি
রঙ বে- রঙের -রং ================ মোঃ রহমত আলী ==================== রঙ বে রঙের ভালোবাসা পাওয়ার বড় আশা। মিছেই মায়ার গুন'গুনানি'তে দোতারা' টা,ছিঁড়ে হলে একতারা, একলা ঘরে থাকতে হবে ভাবতে-ভাবতে কলম কালি লাল হলো যা। রঙ বে রঙের করুন কান্না, মাপতে গেলে ওজন হয় না। ইচ্ছা পূরণে অশ্রু ঝরে, হারিয়ে গেলে খুঁজতে থাকে কাঁদতে কাঁদতে। রঙ বে রঙের কানের কথায় কান দিওনা পাগল মনা -মন আমার। রঙ্গের জ্ঞানের সনে রং মিলিয়ে, রঙের রং- বে-রঙ! চিন্তা করে নিও। রঙ বে রঙ্গের চোখের দেখায় চোখ দিওনা হিরা 'মণ' ! কদম সামলে চলে নিও ঈমান আমূল খোয়া না যায় চোখ দেখে চোখ নিও। রঙ বে রঙের সুরাত দেখে সিরাত বোঝা দায়, মাসুম সবে, সবে'-ই বুঝি সুষম কোথায় রায়। চোখ কানা ণা মন কানা আজে কতো'ক জ্ঞানের বিবেক জ্ঞানী কানা। রঙ বে রঙের বইয়ের পাতায়, লেখক লিখে বৈজ্ঞানিক কথায়, ইতিহাস আমা জানা -না-র আছে, বানর আগে না আদম(আঃ)আগে। যেমন আছে প্রবাদ বটে ডিম আগে না' মুরগি আগে। বে রং কে রঙ বানিয়ে চায় কে ! সবের বদন চেপে দিতে ছেপে। রঙ বে রঙের দেমাগ য'তো ঈমান বেঁচে ইলম কেনায়, ছেঁড়া থলে ভর্তে চাহে, আলেয়া-র ক