মরমি - (মোঃ রহমত আলী)
মরমি - ================ মোঃ রহমত আলী ================ সে বানিয়ে পাগল আমায় না পাগল সাজতে দেয় খাওয়ায়ে বিষ আমায় সে মরিতে নাহি দেয়। সে পরান কেড়ে নিয়ে আবার প্রাণ ফিরিয়ে দেয় সে স্বাধীনতা দিয়ে আমায় বন্দি করে রাখে খাঁচায়। সে সুখ দিয়ে আমায় দুঃখ দেয় অপরিসীম কাঁদতে চাইলে মন-ভরে সে হাসতে বলে মন-খুলে। সে একতারাটা ভেঙে আমার বাউলা সুরে গান গাইতে বলে সে খাওয়ায়ে শুরা চোখের মাতাল হতে নিষেধ করে। সে ভালোবাসে আমায় তবে ভালোবাসতে মানা করে সে জান আমার হায় মরমি মন মানে না তাও মানাই । ২৫.১২.২০২৩