পোস্টগুলি

সেপ্টেম্বর ৬, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আলোকপাত (মোঃ রহমত আলী)

ছবি
আলোকপাত ============= মোঃ রহমত আলী ============= যাদের উচিত হাত বাড়িয়ে দেওয়া , তবে দুঃখজনক হলেও সত্যি , তারাই চোখ ফিরিয়ে নেয় , তাই অদেখা বিষাক্ত বিষ রোজ পান করেও মরে-না অসহায় আজন্ম দারিদ্রতা। যাদের উচিত ধার্যকৃত ন্যায় করা , তবে দুঃখজনক হলেও সত্য , তারা নির্বিঘ্নে অন্যায় অবিচার করে , আর গর্বিত জোশ তাদের কালো অন্তরে , তবুও অসহায় ভুক্তভোগী মানুষেরা নিরুপায়.. তাদের দুয়ারে দাঁড়ায়ে। যাদের উচিত ছিল মজলুমের দিকে কিতাব মতে নির্ধারিত সুদৃষ্টি বজায় রাখা , অথচ দুঃখজনক হলেও সত্য , তাদের মধ্যেই বেশিরভাগ অবজ্ঞায় চলে , যদিও সহজ ছিলে হুকুম মেনে চলা ! যাক তবুও হক মজলুমের জয় সুনির্দিষ্ট ।। ০৬.০৯.২০২৪