পোস্টগুলি

ডিসেম্বর ৫, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

ছবি
শূন্যদৃষ্টি ============ মোঃ রহমত আলী ============ মুখ চেপে চেপে বলতে হয় কথা , অনেক কিছু দেখেও ভান অদেখা , হাসি মুখে শত্রু বিদায় বুদ্ধিমানের , অতীতের সাথেই কদর বর্তমানের , ভবিষ্যতের সফর নীরব অন্ধকারে , মুখে তো আর নেই কোনো ঢাকনা , বেরিয়ে আসে হরেক রকম কথা । মুখবন্ধ,কান খুলে কত শুনি কথা , বলতে গেলে কিছু,অপরাধ মেলা , নাক চেপে শ্বাস বন্ধ রেখে চলা , ডাস্টবিনের বাইরে ময়লা ফেলা , চোখে ধুলো পড়লে নতুন কিছু শেখা , প্রমাণ খুঁজতে মুর্দা ফের জিন্দা করা , কিছু অন্ধের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া । মুখ-খুললে যেন পরান যায়-যায় ভাব , জোনাকির কাছে কী মূল্য সূর্যের তাপ , আজ অনেক সত্য মূল্যায়নের অভাব , চারিদিকে বহুত মিথ্যার জয়জয়কার , মুখ থাকতেও বোবা,অভিনয়ে বাধ্য , দ্বায়িত্ববান কেউ কেউ উপহাসে ব্যস্ত , ফিসফিস মুখ বুজে হচ্ছে কথা ন্যায্য ॥ ০৫.১২.২০২৩