পোস্টগুলি

মার্চ ২, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নীতিকথা -

ছবি
নীতিকথা - ============ মোঃ রহমত আলী ============ নীতি কথা অনেকেই কয় বটে, নীতি কথা কয়জন রাখে খুব মনে। নীতিবান অনেকেই বুঝিয়ে দেয়, সমাজকে বটে,কিন্তু নীতি-করণ, কজনেই বলো করে। নীতিবান একজনই বটে মহানবী (সাঃ) তাহার নাম সকলেই তাহাই জানে। এ সমাজে নীতিবান যারাই আছে,গঞ্জনা-বঞ্চনা লেখা তাদেরই রেখা মাতে। নীতিবান পন্ডিত আছে কিছু এ সমাজে বটে, ব্যনীতিয়া কর্মকাণ্ড তারাই করে সমাজের,অথচ দ্বীনি নীতি কথা বলে তারা সারাবেলা। নীতিকথা এক কথা, ছেপকে থাকে ঠোঁটের সাথে, এই সমাজে সব মোমেনে। বাস্তব রূপ দেয় না কেউ, নীতিবান সেই ব্যক্তিকে। নীতিবান একাই থাকে, এই পাষাণ সামাজিক জীবন থেকে একাকী বঞ্চিত। ২০.১০.২০০৩

দুনিয়াদারি -

ছবি
দুনিয়াদারি - ============ মোঃ রহমত আলী ============ এই দুনিয়াদারি সব ক্ষেতখামারী, মরণে রয়ে যাবে এক কবর নিশানি। কি আর মূল্য আমার বলো, এই দুনিয়ার কোলাহলে। জনজীবনের কথা বলছি এই দুনিয়াদারি-তে যা যা দেখেছি। কেউ নহে কারো,এই দুনিয়াদারি-র লোকালয়ে,সবে আপন অতি খুব নিজ নিজ নিজেদের। ভুল আমার সবই ক্ষেত্রফল এই দুনিয়ার নিরালায়। সুযোগবাদী এ দুনিয়া সারি, ক্ষতি করে চুপিসারে। পিছু লাগি থাকি সবে, একটু আনন্দ যাদের কাছে। এ দুনিয়াদারি-র মম নীতি বুঝলাম না আজো আমি। অনুতপ্ত সামনে সবে পিছু পানে, সুযোগ বুঝে আঘাত হানে নির্বিচনে। এ দুনিয়াদারি-র মম সবে, ভুলে যে আছে একেবারে, মরবে যে সবে একে একে, তাই তো করে বুঝি পাপাচার অবিচার। ০৮.০৫.২০০৪