কাচের দেয়াল ( মোঃ রহমত আলী )
কাচের দেয়াল ============= মোঃ রহমত আলী ============= মনের ভেতরে লক্ষ রাজ , ওপরে ওপরে কত সাজ , ভালোই গেলো যেমন আজ , জানিনা কেমন আগামীকাল। মানুষ চেনা বড্ড কঠিন কাজ ! স্বার্থপরদের লাগেনা লাজ , উদাস দুপুরে-ও রোদের তাপ ; সবার রঙিন হয়’না সাঝ , মনের ভিতর রংবেরঙের ভাজ। কথা সাফ , মাঝে কাচের দেয়াল , ধরা দেয়না , দেখা যায়না , মনে হয় স্বচ্ছ সাধু ব্যবহার ; ভেতরটা না’জানি কতই পরিষ্কার। প্রথমে ভাব গলায় গলায় , তারপর মান , পায়ের তলায় , চিনতে চিনতে শেষে জনম পার ! সরল মনে জমাটবাঁধা আঘাত । কাচের দেয়ালে মায়ার সুরাখ , দেখা যায় যত , আসলেই কী তত ? রং বদলাতে লাগে না সময় অত ; আর চূর্ণ হতে যত দের মাত্র ! তাই কাচের হরেক রঙ্গিন পেয়ালায় , বদলে যায় নিমিষেই জলের রং ! ভোলা মন খেয়ে যায় ঘোলা জল ।। ১৪.০১.২০২৫