পোস্টগুলি

মে ৩০, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

اردو شاعری۔

ছবি
جندہ پہ قرض نہیں  مردہ پہ فرض نہیں زندگی ازاد صحیح پر آزادی نہیں ۔ رحمت علی 22.11.2024 شام ڈھلے سورج ڈب جانا ہے رات بھر اندھیرے میں تنہا رہنا ہے اجڑا بستی میں یہ ادھی رات چاند کو دیکھو وہ بھی بیچارہ تنہا ہے انکھوں کے عشق میں کیا عاشقی ہے حسرت محبت دل میں مردہ ہے ۔ ( رحمت علی ) 24.06.2024 শাম ঢালে সুরাজ ডুব জানা হ্যায় রাত ভার অ্যাঁন্ধেরেমে তানহা রাহেনা হ্যায় উজড়া বাস্তি মে ইয়ে আধি রাত চান্দ কো দেখো অভি বেচারা তানহা হ্যায় আঁখো কে ইশক মে ক্যায়া আশিকি হ্যায় হাশরাতে মোহাব্বাত দিল মে মূরদা হ্যায়। ২৪|০৬|২০২৪ رشتو کی بے حساب قدر میں انسان اجر بھول جاتا ہے۔ محبت کی کمزوری میں جواحساس بھول جاتا ہے۔ (رحمت علی) 13.04.2024 جو نگاہوں کی پہچان نہ جانے او دل کی حال کیا جانے جو حالت ضرورت نہ جانے او رشتوں میں چھپی راستے کی قدر کیا جانے۔ (رحمت علی)  13.04.2024 درد بھرے دامن میں تم نے اگ لگا دیے پھولوں کو قتل کر کے خوشبو لوٹ لیے افسوس غم کے انسو میں تم جو مسکرا دیے ۔ (رحمت علی) 19.01.2024 اے غم تجھے کب سے مسکرانا اگیا اے دل تو کیوں پتھر بن گیا اے دوست ...

বীর -

ছবি
বীর - ============ মোঃ রহমত আলী ============ ওহে বীর- তুই হলি কবে হতে, এতো রে কাহিল, তোর চোখে কেন, আজ এত নিন্দ। ওরে বীর- তোরা ছিলি সব, এক ধনুকের তীর, তবে কেন তোরা আজ, সব ছিন্নভিন্ন বীর। আরে বীর- এক ঘাটে বসে, তোরাই -তো এক-কাল, খেয়েছিলি-জলপান, ছিল কত যে অন্তমিল। জাগো বীর- তোমাদের মতামত মিলাও, হয় যেথায় অমিল, যাও জাগো একসাথে, প্রহরায় পথে ফুটপাতে। তবে বীর- ফের উচু কর তোরা সব, এক হয়ে শির,  এই নিশান উড়িয়ে -দে, হাতে-হাত ধরে থির। ওঠো বীর- দেখো রাতের আকাশ, নক্ষত্রের কত ভিড়, দূরে-দূরে বহু তবু, দেখায় তাদের কক্ষপথেই। চলো বীর- আজি সবে এক হয়ে, এক কাতারে হও সামিল, সংগ্রামে সংসারে মানবতার, জিৎ হবেই হবে একদিন। বলো বীর- সংগ্রামী যোদ্ধা মোরা চিরদিন, মা আর মাটিতে মোদের জেদ, হার মানলে ও জিতবে ঠিকই  আরেক সৈনিক বীর। কে বীর- যে পালিয়েছে ময়দান ছেড়ে, নাকি যে লড়াকু সিপাহী, সম্মান তো দুজনারই, তবুও কেউ তো আছে বীর ॥ ৩০.০৫.২০২৩