যাদু মিয়া ( মোঃ রহমত আলী )
যাদু মিয়া ============== মোঃ রহমত আলী ============== নাম বলে.. কথা ! কাম যথা তথা , মুখে হুক্কা হুয়া , হাতে যত ক্রিয়া , নামে.. যাদু মিয়া ! সাধু সাধু হিয়া , ঘুষ খেয়ে লাল , চালে কূটচাল , চোখে নাই লাজ ! বাবু বাবু সাজ , বড্ড ধান্দাবাজ , কাজে ফাঁকিবাজ , ভাবে নিজে কি -যে ! জ্বলে নিজে নিজে , তবে কি ! সে দামি ? নামে.. শুধু নামি ।। ১২.১২.২০২৪