পোস্টগুলি

সেপ্টেম্বর ১৯, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আচমকা (মোঃ রহমত আলী)

ছবি
আচমকা ============== মোঃ রহমত আলী ============== মৃত্যুর অপেক্ষায় বেঁচে থাকা, মূল্য হারিয়ে অমূল্য হতে চাওয়া। জীবনের সাথে যুদ্ধ করে করে, অবশেষে মৃত্যু কে জয় করা। সংগ্রামের সহিত লক্ষ্য ভুলে, কভু কভু অলক্ষ্যে চলে যায় মন। রোজগার তেমন কিছুই নেই, আমলনামা একেবারেই শূন্য, দু-হাতের কর্ম বড়ই জঘন্য, পুরো জীবনে হয়নি কোনো পুণ্য। আলেম -ও নই, কামেল -ও নই, ধর্ম জেনেও পালনে কই, মানবতা লালনে, দেখি মৃত সবাই। আমিও ডুবে আছি দুনিয়ার মোহে, ভুলিয়াছি আখিরাতের মঞ্জিল, মৃত্যু প্রতি নিঃশ্বাসে, আমার বিশ্বাস, জবাব নেই দেওয়ার হিসাব। খবরদার বেওকুফ দিল আমার, হুঁশিয়ার সাবধান হও এবার, যেকোনো সময় আচমকা সময় শেষ ।। ১৯.০৯.২০২৪