পোস্টগুলি

ফেব্রুয়ারী ২০, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

খামোশ (মোঃ রহমত আলী)

ছবি
খামোশ ============ মোঃ রহমত আলী ============ রূপসাগর বড় অপরূপ, ভরদুপুরে কড়া রোদ্দুর, মায়া-মায়া মায়াহীন, গহীন মরুভূমিতে জীবন্ত এক সমুদ্দুর। ডুবে-ডুবে বেঁচে থাকা, কিনারায় রোজ মরণপণ অহরহ জীবিকার যুদ্ধ। দুর্ভিক্ষের মধ্যে জ্যান্ত ক্ষুধা, দানশীল বর্ষায় তবুও তৃষ্ণার্ত মানবিক মানবতা। অপরূপ বড়ো রূপসাগর, কঠিন পাথর অন্তর, ভাঙ্গেনা হায় সচরাচর, উদার উদার উপর উপর, ভেতরটা জালিম জানেনা খবর, আগমন সহসা বিদায় যাযাবর। কাননে কাঁদে কোকিল যখন, দানবের হাসিতে সুখের বোল, মানবতার মুখে সাপের ছোবল, শহরে খামোশ প্রতিবাদী রোল, নিখোঁজ মানবতার অসহায় ঢোল। ২০.০২.২০২৪