পোস্টগুলি

জানুয়ারী ৩১, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লুটেরা"–

ছবি
লুটেরা"– =========== মোঃ রহমত আলী =============== আমা আপনে আপনেরা লুটে নিলে সবে শেষে আমায়। লুফে নিতে পারবে কি! আর এখন মৃত্যু আমায়। শত সম্মান লুটে ও নাহি ক্ষান্ত আজও সে, বানাচ্ছে এখন নীরবে-নীরবে আমা মাপের এক একটা-ই কফিন। কামিয়াবী এখন আর হতে কমতে শুরু করেছে আমার। লুফে নীলে আবার সবে একে একে আমোরে। লন্ঠন লয়ে আবার খুঁজিতেছে কেহ বুঝি আমারে। কমি নাহি করিলু কেহু, লুটিতে তারে, আবার শেষের দিকে জানি কেহ খুঁজিবে বুঝি বৈ-কি তাহারে। যে তোমার একমাত্র কলিজার টুকরা, সেই লুটিবে একদিন তোমায় একতরফা। একান্তই যাকে তুমি ভালোবাসিবে শতভাগ, সেই তোমার লুটে- নিবু সম সম্মান। তাই বুঝি মনে হয় লুটেরা শবে নিজ নিজ স্বার্থ নামের সম্মানের! সইতে পারিলে বলো সব, লুটেরা'র লুটে, কি? আর! হবে লাভ। ===০৬-০৪-২০০৬===

"জগৎ খেলা"

ছবি
"জগৎ খেলা" ============== মোঃ রহমত আলী ================== এ জগৎ জুড়ে টাকার খেলা বসেছে মেলা'র সমাহার। অর্থ লুটালে দেখা যায় অনেক রকম রং নাজারা। টাকাই সব এ জগৎ মেলায় বাকি সব অন্ধ ছায়া, এ জগৎ মায়ায় অর্থ ছুটালে পাওয়া যায় ভালোবাসা বাদে হরেক সামান। লুটেরা সব এ পানে সারা, টুকিয়ে বেড়ায় টোকাই সাজে, অর্থ নামের কাগজ টুকরা। রুপার পাতে মোহর বসিয়ে কিনতে চায় জগৎ সারা। খেলা করে এ জগৎ পানে অর্থ নিয়ে জগৎ সনে, রুপি খুশবু মাহকায়-মাহাকায়। জগতে অর্থ নাহি সবই, তবু ও অর্থই সবই,সবই,সবই, এ জগত মেলায় অর্থ বিনা, নাই মিলে অন্য পণ্য কিছুই আর। টাকার পাহাড় বানিয়েছে কেহ, অর্থ চুরায়ে মানবতা বিবেকে'র। মরনের পর সনে কবরে লবে-না কেহ কিছুই সনে। তবুও মহল নিজে বানায় কেহ, পাপী পয়সার বুনিয়াদে ! রুপির বিপরীত নেই কিছু এ জগৎ মেলায় সঙ্গ দিবে। এ জগৎ মেলা'র সংঙ্গে সংঙ্গে টাকা চলে আগে আগে, ক্ষমতা নেই কারো কোনো, টাকার পরে যাবার আগে, কি? এই সত্য এ জগৎ মাহে ? ===২৪-১১-২০০২=== :৳:(হায়রে পয়সা হায়):৳: