পোস্টগুলি

এপ্রিল ৭, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কাক ডাকা কাল

ছবি
কাক ডাকা কাল ============ মোঃ রহমত আলী ============ ছায়া মায়া ছাড়া, সাথি আজ হারা। পথ নেই দাঁড়া, পাখি মারে কারা। কথা পাকা যার, জয় মালা তার। হার জিত শেষ, রাত জাগা বেশ। মন মাঝে বোঝা, মধু বন সাজা। সুখ দুঃখ ব্যথা, ফুল মালা গাথা। কাক ডাকে কাকা, শেষ মেলা ফাঁকা। যায় দিন একা, ভান ধরে বোকা। ভাই যার বেকা, ভাগ সব ধোঁকা। পাতা খায় পাঠা, গাধা হাত মাথা। মন মাখা মাঠা, সোজা কাজ দেখা। মায়া মোর জাদা, রাগ তাই সদা। মায়া ছায়া ছাড়, কে কার জান। কথা আর কাজ, মিল করা চান। রাত শেষে দিন, সুখ খুঁজে নিন। মাঠে ঘাটে হাট, খেলা খেলে ঠগ। নিজ মনে রাজা, কার মানি বাঁধা। দোষ গুণ ভরা, ক্ষমা চাই সদা। ধর নিজু ছায়া, পাপ করা ছাড়া। ঝুট নাহি নামী, সত্য বড় দামী। সুদ ছেড়ে দেন, ঘুষ নাহি নেন। দোয়া চেয়ে পান, রোজ করে দান। ছল বল কল, সব ভুলে চল। আমি তুমি এসে, দিন কম শেষে ॥ ০৭.০৪.২০২৩