পোস্টগুলি

নভেম্বর ৩০, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিবেক অন্ধ আবেগ (মোঃ রহমত আলী)

ছবি
বিবেক অন্ধ আবেগ ================ মোঃ রহমত আলী ================ কাঁদে আবেগ তো হাসে বিবেক, মরে মানুষ তো জাগে মানবতা, হারায় হীরা তো তালাশে হিয়া, মুসিবতে বিবেক তো আগুয়ান আবেগ, মনোভাব উদার তো বরবাদ মাঝি। আবেগি অসহায় তো বিবেকী মজা নেয়, নির্বোধ তাই তো তখন সেই বুদ্ধিমান। আবেগে আবদার তো বিবেকের হিসাব, সময়ের আগে তো জোয়ার-ভাটা হয় না, নির্লজ্জ বিবেকবান তো লজ্জিত আবেগ, হারিয়ে মান তো গোপনে চলে অনুসন্ধান। বিনয়ী আবেগ তো অহংকারে বিবেক, মান-সম্মান তো সবারই সমান-সমান, বিবেকের বশে জয় তো,আবেগেই হার। তবু তো মানুষ-মানুষের ভালো নাহি চায়, অধৈর্য আবেগ তো ধৈর্য ধরে রয় বিবেক, মমতার নমনীয়তায় তো পূর্ণ যে সাধন, আজাদ আবেগ তো দায়বদ্ধ বিবেক। শান্ত বিবেকের অত্যাচারে তো অশান্ত আবেগ,যবে ঘুষ আর দুর্নীতি করছে বিবেকবান,তো সইতে বাধ্য আবেগি মন। ঘুনে-ধরা বিবেকবান তো প্রায় অনেকেই হাসপাতালের সেবক-সেবিকা গণ, অন্ধ বিবেক তো বোবা আবেগ যার। ভুক্তভোগী আবেগে বোবা কন্ঠে বলে আহ বেরহম হায় আফসোস বেশরম॥ তবুও তো তারই মাঝে আছে কেউ জিন্দা-দিল,আবেগ বিবেক ধারণে মিল । ৩০.১১.২০২৩