পোস্টগুলি

অক্টোবর ২১, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অসহায় গুলবাগ

ছবি
অসহায় গুলবাগ ============= মোঃ রহমত আলী ============= যতদূর কালো-ছায়া রয়েছে ছড়িয়ে, দানব-গুলোর অভিনব কূটকৌশলে, ততদূর মহাঅগ্নির কুণ্ডলীতে, অসহায় ইনসান গুলো হতবাক আজ ! মানবিক-মানবতা হায় কত যে রূপে ? বোমা-বর্ষণ অবাধ গুলবাগিচায় করে, গুলিস্তান নিতে চায় আয়ত্তে দখলে ! চাহে গুলবাগের সারা গুল, ঝরে যায় -নয়তো মরে যায় যাক ! তবু তারা কুসুম-কাননে গাইতে দেবে-না, স্বাধীন শালিক,ময়না,কোকিলের কন্ঠে নিজ মাতৃভূমির মাতৃ গীত। কাকাতুয়া ও তোতা পাখি,খাঁচায় বন্দী, তাতে কি ? তারাই তো আজ অবধি, এক আল্লাহর জিকির করে আনন্দে। হক স্তোতা দুর্বল সংখ্যায়,তাই তার নিন্দা, জিন্দা জান আমার প্রভুর কবজায়। ঈমানদার মজলুম নাহি করে নত শির, শিরায় বিঁধে যতই নির্যাতনের তীর। বাস ইহকালেই যত জুলুম আর বাহাদুরি, পরকালে হবে সব ইনসাফের সম্মুখীন। সময় থাকতে বন্ধ করো চালবাজি, রাত আর দিন সমান নয়তো পাজি, অমানবিক বোমা হামলার পর,আবার জাত-সংঘ মানবিক সহায়তা ছুড়ে দেয়, বাহ্ কি চমৎকার কৌশলী মানবতাবাদ ! ২১.১০.২০২৩

কিংকর্তব্যবিমূঢ়

ছবি
কিংকর্তব্যবিমূঢ় ============ মোঃ রহমত আলী ============ সারা জাহানের মজলুমের বহমান সমগ্র অশ্রুজল, যদি একত্রে জমানো থাকতো, তবে হয়তো নূতন সদা উত্তাল, অসহায় এক মহাসাগরের জন্ম উৎস জানতো জালিমেরা। আর গর্বে হতো কিংকর্তব্যবিমূঢ় ! সারা দুনিয়ার তামাম নির্যাতিতদের আর্তনাদ যদি একসঙ্গে আর্তচিৎকারে বিস্ফোরিত হয়, তবে হয়তো মেঘের গর্জন, আর বজ্রপাতের বিকট শব্দ, নিস্তব্ধ মনে হলেও হতো। তবুও নত নয় জালেম, হতবাক ধৈর্য কিংকর্তব্যবিমূঢ় ! সারা ধরণীর বন্ধনী স্তম্ভ পাহাড়-পর্বত, যা আগলে রেখেছে বন্ধনে, এই ভাসমান ধরিত্রীকে। তাই যখন ভূমিকম্প সহ প্লাবন, আরো প্রাকৃতিক বিপর্যয় ঘটে। তখন বড়-বড় ক্ষমতাবান দানবেরা, কেমন নির্বাক কিংকর্তব্যবিমূঢ় ! ২১.১০.২০২৩