পোস্টগুলি

জুলাই ২৮, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আফসোস

ছবি
আফসোস ============ মোঃ রহমত আলী ============ তাকে দেখার সাধ আছে, তবে আহ্লাদ করতে পারিনা। অসহায় মন -মনের আঙিনাতে, তবু দুয়ার খুলতে যে চাইনা। প্রিয়জনের ছিল কি আর ? বেদনা দেওয়ার প্রয়োজন। আয়োজন যাকে ধরে বিস্তীর্ণ, সেই তিরস্কার করে হয় ধন্য। যাকে দেখে চোখ,চায়-না দেখতে, তবু মনের কোনায় একটু তৃষা। মনের বিচুর্ন বন্ধনের করুণায় আজও জীবিত বিন্দুমাত্র আশা। তাকে দেখেও অধরা-য় সাধন, ভেঙ্গে ছিল যে রক্তের বাঁধন। যার ছায়া বন্ধুগুলো তারই শত্রু, দূর করে দিলো তার রক্তের বন্ধু। আফসোস আলোতে তার অন্ধ হবার, সুঘ্রাণ পরিশ্রমে নেই এখনও যার। বিলাসী অভিলাষে তার চেতনা, পিষে যায় পদতলে আপন সম্বন্ধ। যাকে চেনার পরেও অচেনা-ই থাকা, জানলেও তার পরিচয় অজানা। শুধুমাত্র আফসোস-টাই আবদ্ধ, চাইলেও আর হয় না -হবেও না, পুরাতন ঘাটে নতুন বসতি গড়া । ২৮.০৭.২০২৩