পোস্টগুলি

এপ্রিল ১১, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মহাওষুধ

ছবি
মহাওষুধ  ============ মোঃ রহমত আলী ============ অসুস্থ আজ সমাজের সামাজিকতা,  বড্ড পীড়ায় কাতর মন-মানসিকতা। উদাহরণ তো লক্ষ শত কোটি তার, কোথা হতে শুরু করি বুঝিনা আর। সবাই তো মানবিক তবে আজ হারানো, কোথায় সবার মানবতার-মানসিকতা। রোগা হয়ে আছে সহজ-সহযোগিতা, নেই মানসিক সৎ সৎ সব প্রতিযোগিতা। জটিল রোগে আক্রান্ত উপকারিতা, সাহায্য প্রার্থী ও কজনে ছলোনিকা। অবিশ্বাসে ক্ষতবিক্ষত এখন মানবতা, ব্যর্থ প্রমাণে চিকিৎসা দিতে অপারগতা। আক্রান্ত অনেকেই স্বার্থের ব্যধিতে, নিজ জঘন্য নিচু মানসিকতায়, হাসিল করতে সম্পদ,রক্তের কেটে বন্ধন, পাঠিয়ে দিলে ক্ষমতার কুজ্ঞানে, আহত মস্তিষ্কের মানসিক পাগল বলে, বন্দী করাইলে পাশবিক নির্যাতনের, মানবিক-অমানবিক পাগলাগারদে। মনুষ্যত্ব হচ্ছে আজি বিক্রয় সস্তায়, ডাক্তার কবিরাজ ওঝা,কেউ কি সোজা। ভাগিদার সবাই তো দেখি কড়ি গুনিবার, দায় কোথাও কী আছে -কি নেই কারো, প্রতিবেশীর-প্রতি মানবিক-মানবিকতার। উদার ভাষ্য নেই বলো কার ! তবু দেখি নাতো যা দেখানোর দরকার। মূল্যবোধ হতে বোধগম্য পড়ে আছে, সব গভীর জানোবিক গর্তের গর্ভে। নিকর্মা খুঁজে পেল কর্ম মানবতার জন্য, দায়িত্বপ্রাপ্ত কেন যেন অবহেলা করলো।