পোস্টগুলি

মে ১৩, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পথের ধূলি

ছবি
পথের ধূলি ============ মোঃ রহমত আলী ============ পথের ধূলি ঐ সব জীবন গুলি, অসহায় এক ভিখারিনী একা। লুটিয়ে আছে ঐ পথে শীতের শিশিরে ভেজা ভেজা ঘাসে। একটি ছেঁড়া কম্বল তার বদনে, তাও গিয়েছে ভিজে শিশিরের জলে। লিখনীর পরে কি আর লেখন, সবে হবে পথের ধূলি যখন। পথের ধূলি সারা শরীর গুলি, তবুও এক ভিখারী পাগল, বলে উঠছে ক্ষণে ক্ষণে, দে বাবা দে- চার আনা -দে। কখনো আবার শরীরে মাখা ধুলা, জিহ্বাহে চাটা দিয়ে দিয়ে আবার, বলে কভু দে সাহেব দে এক-টাকা দে। তবে বলো সভ্য সমাজ এই কি জীবন,পথের ধূলিতে-ই শুরু আর কি ধূলি মাঝেই ইতি। পথের ধূলি তো কভু না কভু তোমরা ও হবে,সভ্যতার দ্বার বন্ধ হলে। তবে এই পরিণীতিতে একবার নিজেকে স্মরণ করে দেখো, তোমাদের কেমন লাগে । ২৬.০৬.২০০৫