পোস্টগুলি

জানুয়ারী ২৯, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অনুধাবন ( মোঃ রহমত আলী )

ছবি
অনুধাবন ============= মোঃ রহমত আলী ============= কারো মাথায় হাত , কারো পেটে ভাত , কার দোষে আর , কাকে ধরে বসেছে দরবার ! কারো শখের বিলাস , কারো কষ্টে নিবাস , কার জন্য এতো আর , বলো তাঁর কেনো দরকার ? কারো জনম ফুটপাত , কারো’র সুখ আবাদ , কার দিকে ফিরে আর.. ভাগ্যে লেখা কার কী পরিণাম। কারো স্বভাবে অভাব , কারো’র অভাবে আবাস , কার রূপে কার কী আভাস.. বিশ্বাসের অনুধাবনে জানলাম। ২৯.০১.২০২৫