আজ খুশির ঈদ (মোঃ রহমত আলী)
আজ খুশির ঈদ ============ মোঃ রহমত আলী ============ বছর ঘুরে এলো আবার আজ খুশির ঈদ, শিশু বৃদ্ধ সবার জন্য আজ খুশির ঈদ, ধনী গরীবের এক সমান আজ খুশির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা আজ খুশির ঈদ, ছয় তাকবীরে ওয়াজিব আদায় আজ খুশির ঈদ, ঈদগাহে হাজির মুসলিম জামাত আজ খুশির ঈদ, সালাত শেষে ঈদের খুতবা আজ খুশির ঈদ, আল্লাহু"আকবর আল্লাহু’’আকবর আজ খুশির ঈদ, মুসলিম উম্মাহর ঘরে ঘরে আজ খুশির ঈদ, ও..ভাই আজ খুশির ঈদ ।। ১৭.০৬.২০২৪ ঈদ আজহা ১৪৪৫ হিজরী।