আয়নার কান্না ( মোঃ রহমত আলী )
আয়নার কান্না ============= মোঃ রহমত আলী ============= তুমি জেনে রেখো ভাই আজ নয়তো ঠিকই কাল সময় ঘনিয়ে আসিতেই ঘোর ঘিরে ধরবে চতুর্দিক। যে দায় ভুলিয়া গাফেল মত্ত আজও করুণ খেলায় অচিরেই অতীতের সম্মুখ নিরুপায় বন্ধু শেষ মেলায়। যদি মানতে নাদান্ আজকের কর্মেই অবধারিত ভবিষ্যত তবে চিনতে নিজের চেহারা কাঁদতো না হায়্ আর আয়না। আফসোস মৃত আবেগ বিবেক ও অচল অন্তর্দৃষ্টি মানবিকতায় মিথ্যাবাদী অন্ধ তুই সু’জ্ঞানশূন্য তাই তুলনা জানোয়ার সমতুল্য। ১০.০৩.২০২৫