পোস্টগুলি

এপ্রিল ১৪, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শতক শর্ত

ছবি
শতক শর্ত ============ মোঃ রহমত আলী ============ সূর্য ডুবা সকালে কারো-কারো, জীবনের কাটে না আর আঁধার। চলে গেল কেউ হেসে প্রথম বেলায়, শুরুর আগেই রেগে শেষ খেলায়। লেখক লেখা বেঁচে ছিলেন বিনিময়ে, এখন কবি বেচে কবিতা টাকা দিয়ে। শতক শর্ত জোড়া ছাপা বই এ চাপা, প্রকাশ করে না কেউ,মনে শত ব্যথা। রাত জেগে লেখা,জুটে না দিনে আর, কারো-কারো নতুন কলম সাধের কেনা। এখন বাণিজ্য উল্টো জোয়ারের, ভাঁটা দেখি পাঠকের মনের খোরাকের। রাতের সূর্য - চাঁদ কি বলে, লেখকের স্বপনের কবিতা, ছাপা সমুদয় জলে ডুবে গেলে। প্রকাশনের শত শর্তে কবির স্বপ্ন ভঙ্গুর পূরণ ! নিজের লেখা মুছে দিতে আর পারি কখন। তাই সারাবেলা অন্তরে গোপন শ্রাবণ, শর্ত পূরণ করেও যখন কয় শুনানি, দুই রকম কথার ভাষায় বাটপারি। একের দ্বারা লাভ করে আরেক, সততার প্রমাণ দিতে লিতে, অসৎ শর্ত আসে যে আরো শতেক ! ১৪.০৪.২০২৩