পোস্টগুলি

নভেম্বর ৪, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একটু হলেও চলবে ( মোঃ রহমত আলী )

ছবি
একটু হলেও চলবে ================ মোঃ রহমত আলী ================ একটু প্রেম দাও হোক ছলনা ভরা, তাও চলবে ! একটু দেখা দাও হোক স্বপ্নে, এক ঝলক তাও চলবে ! স্মৃতিময় প্রীতির চিরস্মরণিকা হয়ে রইবে। একটি ফুল দাও সুরভী মাখা, হোক কাঁটা ভরা, তাও চলবে ! একটি কথা দাও মিছে মিছে যদিও হয়, তাও বেশ চলবে ! মন থেকে মনের গভীরে লুকিয়ে রাখবো। একটু জল দাও হোক ছলে ছলে বিষে ভরা, তাও চলবে ! একটু সুখ দাও যদিও হয় অভিনয় করে, তাও চলবে ! নতুন দুঃখে আবার ডুবে যেতে”তো পারবো। একটি ভুল একটু ভেঙ্গে দাও ভালো-না-বাসলেও বন্ধু”তো হয়ে রও ! একটু দূরে একটি চাওয়া, একটু কাছে একটাই পাওয়া, হোক হৃদয় যতই ব্যাকুল, অন্তরে যে একটু সান্ত্বনা ! বেশ তাও চলবে ।। ০৪.১০.২০২৪