পোস্টগুলি

সেপ্টেম্বর ২২, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দুষ্কর

ছবি
দুষ্কর ============ মোঃ রহমত আলী ============ অশ্ব তো আর যায় না রণক্ষেত্রে, বৃক্ষ তো আর পারছে না, এক পায়ে দাঁড়িয়ে থাকতে। কষ্ট তো আর ফুরায় না,রাত পোহাতেই, প্রয়োজন তো আর নেই, তীর,ধনুক,তলোয়ার, সবার মুখেই বারুদ আছে বেশুমার। আছে কি আর দরকার ? বাঘ,শিয়াল,শকুনের,রক্ত মাংস খাবার ! এখন তো মানুষ-মানুষের, সুখ,ঘুম,আহার করছে হারাম। আর তো আছে কি জরুরত ? জুয়া খেলতে এতো সততার ইমারত, মিথ্যাবাদী যে সব নির্মাণ কারিগর। লাগিয়ে আগুন ফাগুনের দোষারোপ, বাহ্ কি তরিকা নেভানোর ! আর তো দেখে কে চোখের হকিকত। যোদ্ধা এখন মাঠে সর্বজন, যুদ্ধের কোথায় হবে আয়োজন, খেলোয়াড় এখন তো সবাই ! খালি নেই যে আর,খেলার ময়দান। কোথায় পরিষ্কার তলাব ! শিখবে ছেলেপুলে যে সাঁতার, ডোবা ভরে সারা নির্মাণ দালান। এখন আর কি সমাধান ? আগুন লাগলে পানি কোথায় জনাব !! ২২.০৯.২০২৩