পোস্টগুলি

ফেব্রুয়ারী ২৩, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বেলা শেষ -

ছবি
বেলা শেষ  - ============ মোঃ রহমত আলী ============ বেলা শেষে সূর্য ডুবে, আঁধার নামে পাখিরা ফিরে যায় নিজ ঠিকানায়। বেলা শেষে নক্ষত্র ধরা পরে মানব চোখে। চাঁদের আলো উথলে ওঠে নদীর জলে। জোনাকিরা ঝিকিমিকি করে বাঁশবনে বেলা শেষের আনন্দে। বেলা শেষে আঁধার ছেয়ে যায়, ছুটে চলে,সবাই নিজ সীমান্তে। বেলাশেষে কৃষক ছুটে যায়, নিজ ঘরে লাঙ্গল সাথে নিয়ে। কৃষকের ঘামে ভিজে যায় ক্ষেত বেলা শেষের জন্য। বেলা শেষে দিনমজুর পেয়ে যায় পয়সা, তাই মনে মনে কামনা করে হয়ে যা বেলা শেষ। ০৯.০৫.২০০০

সূর্য -

ছবি
সূর্য  - ===== মোঃ রহমত আলী ============= সূর্য আমি উদিত হবো, পৃথিবীকে আলো দেবো, আমার আলোতে কারো মনে আঁধার নামবে, কারো মনে আলো বইবে। সূর্য আমি ধানক্ষেতের জমিকে উর্বর উড়ে যাব, চাষির মনে হাসি দেখার জন্য। সূর্য্যের আলোতে তো, পৃথিবীর আঁধার কেটে যায়। কিন্তু আমার মনের আঁধার কাটবে কি করে। কাদা পথ শুকনো হয় সূর্যের তাপ পেয়ে। নীরবতা পালিয়ে যায় সূর্যের রশ্মি দেখে। ঐ আকাশে সেই সূর্য যে সূর্য আমাকে বানিয়েছে প্রিয় হারা। ০৬.০৫.২০০০