পোস্টগুলি

জানুয়ারী ১৪, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পদার্থ - (মোঃ রহমত আলী)

ছবি
পদার্থ - ================ মোঃ রহমত আলী ================ অনেক কথার কথা আছে, রাজার বেশে ফকির হাটে, মজার দেশে পাগল নাচে, গরুর দামে ছাগল বেচে, মানুষ বেচার হাট লাগে, খাঁটি দুধে পানি থাকে, সত্য কথায় খবর আছে, মিথ্যা বললে রেহাই পাবে, সময়ের কাছে হারতে হবে, সময় হলেই জিতে যাবে, মানুষেরা সৎ মানুষ হলে, পাষাণের ঘুম ভাঙতে পারে ! অনেক কথা বলার আছে, নীতি-কথা বলে দুর্নীতি করে, ফকিরের সুখ রাজার ঘুমে, মাল বড় জানের চেয়ে, জান বড় মালের থেকে, শিক্ষার মান দীক্ষায় মেলে, দিলদার দেখি সবাই মুখে, রংবাজ এখন প্রায় ঘরে, স্বার্থের যুদ্ধ রক্তে চলে, অন্তরে প্রেমের মৃত্যু শেষে, সালামের জবাব নাই বা দিলে, প্রমাণে আদর্শ পদার্থ ছিলে, সমাজপতির ক্ষমতা আগে ॥ অনেক কথা কথার আছে, সততা পথ একাই চেনে, অসৎ যে সে-ও জানে, লোভের আশায় তবু ঘুরে, ঘুমায় যেমন সাধুর বেশে, ঘুষের নেশায় কথা বলে, হিসাবের ভয় করে নারে, জালিমের দিন শেষ কবে, প্রতীক্ষায় আছে সবাই তবে, এ যে ধান্দা চক্র বটে, রাজার পোশাকে ভিখারী সাজে, পাগলের কথায় কিবা যায় আসে ! অনেক বলার কথা আছে, সবার শুরু শেষের দিকে, জীবন খাতায় লেখা দেখে, পড়তে পারলে চোখ ভিজে, দেখেও না দেখে