পোস্টগুলি

https://www.facebook.com/mdrahmatali.youtube?mibextid=ZbWKwL লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

"কবি'র'কবিতা"

ছবি
"কবি'র'কবিতা" ============= মোঃ রহমত আলী ============= কবিতা যায়ছে পায়ে,পায়ে, হাটিয়া,কাহো ঠুকরায়,কাহো টুকায়-টোকায় পায় কুড়ায়। কবিতার লাগি গাথিতে কথার মালা, খোয়া গেল মোর সারাবেলা। বধু গোসায় কহে উঠে,কার লাগি এত কথা রচো, মোর পানে, নাহি চাহি, কবিতায় কি খোঁজো ! কবিতা আমার তুমিই তো রাণী শোনাতে তোমায় বেলা সারা খুইয়ে লেখা এ কবিতা খানি। কি যে লিখি আবোল তাবোল, পারিনা পড়তে, নিজের লেখা নিজেই ভাই,তবে বোঝাবো কি ছাই। কবিতা আমার হাটি হাটি,কবি হাট না যায়, কবিতার হাট বসে রোজ অন্তর বই মেলায়,সব কবি'র'কবিতা'য়। যারা ছন্দ মিলান কবিতা আমার, ছিঁড়ে যান কবিতা,ছন্দের নই আমি, কবি মানবেতর মম কন্ঠের কলম। দেখে তো শূঝেনা,শুঝে তো বোঝে না। দুখের-দুখীকে চিনে ও আজ চেনেনা। ফাগুনের ঝরা পাতার মতোই, ঝরে যাচ্ছে উড়ে এক-এক কবিতা বুলি মিটে। মালী গুলি তুলে ফেলে ডাস্টবিনে, লাগিয়ে দিলে অবুঝ মনে আগুন, তাই আসিলে না কবিতার নব ফাগুন। গুন গুন করে কবি কবিতার ধুন, কাহো না শুনে যবে,কাক পঙ্খী ডাকি, সমুদয় কবিতা শুনায় বেদনায় কবি। তাইতো কহে কথা কবিতা, কবি থাকে নীরব,এই কবিতা বলে উঠে কবি কেন ?

"সুধ'বুধ"

ছবি
"সুধ'বুধ" ============= মোঃ রহমত আলী ============= যে,যে যার মতো, কে কার-কার মতো, এমনও মত আছে,  কেমন যেন মন নেই। যেথায় খোয়াইলে পাথর, সেথায় মিলবে রতন। করো এখন নিজে নিজে নিজের সুকর্মের যতন। যে,যে, পরেরে দোষাইলে, সে,সে,কি?কে! নিজেলে, নিজের মতো চিনি-লিতে। কে?কে! কিবলা মূখী, আছো দাঁড়ায়ে,কাবিল-তো সবে মুখো কালামের, সত্যের,সত্যি ক'জনই বলি। যে,যে চলছো সব রাতে'র ঐ রত পথে! তিমির হতে তম কেটে, ফিরে এসে চলো, দিন থাকতে দ্বীনের পথে। সময় আজ কম হাতে নয় মিলিবে না মূখ্য মূল্য কাল হতে কাল। যে,যে মশকরা করি হক দ্বীনি ইলম কারীর।  সে,সে,কি?কে! উঠি, রোজ ফজর আদি হতে। ফরিয়াদ করি,ফকিরের দারে, দোয়া করোত,মোর দুধ ভাতে। কাড়িয়া লোকমা এতিম থেকে, বনিছো আবার দান করে, খুবই মহৎ বড় দান কারি। যে,যে থাকিতে চোখ মুন্দী থুতু ছুড়ি-লে পাছে জন-দি। সে,সে,কি? দিতে হাঁচি, মুখ ঢাকিলে হর হামেশায় কি। হুশ রহিতে বেহুশ যে জন, দোষারোপ করি কারে, কানে শুনে-তো বধির সাজে, চোখ থাকিতে না দেখে দৌড়ে চলে মরণ সড়কে। যে,যে, জ্বলছে অপরের ন্যায় উন্নত উল্লাসে। সে,সে,কি? আঁচকর, দিয়া ছিলে না চাইতেই কি? ওয়াদা মোতাবেক ঠিক