মহাযোদ্ধা ( মোঃ রহমত আলী )
মহাযোদ্ধা ============= মোঃ রহমত আলী ============= পরাজিত লড়াকু যোদ্ধা জীবন যুদ্ধে ক্লান্ত, অবিরাম লড়তে প্রচেষ্টারত ; নয় সে ক্ষান্ত। জীবন সংগ্রামের সংগ্রামী এক মহাযোদ্ধা, সংসার যুদ্ধে অবিরত অক্লান্ত পরিশ্রমী ; প্রতিজ্ঞাবদ্ধ সততা তাঁর আনমোল হাতিয়ার, বিজয়ী সে, ঘাম ঝরানো হালাল রুজি যাঁর। রোজগার ছাড়া তো রোজ কাটে-না কারো, তবে হারাম ছেড়ে, হালাল ধরো আরো আরো, এখানেই সব নয়, ওখানেও আছে বাকি তাই। যার রক্ত ঘাম হয়ে ঝরে আজীবন সততায়, জীবন সংসারের প্রকৃত জয়ী যোদ্ধা সেই হয়, যেই হক পথ ধরে চলে আর করে সৎ সংগ্রাম। ০৫.০৩.২০২৫