সোনামণি ( মোঃ রহমত আলী )
সোনামণি ============ মোঃ রহমত আলী ============ ফুল বাগিচায় খুকুমণি খেলাকরে প্রজাপতির সাথে। পুকুরেতে গোসল করে খোকাবাবু মাছ ধরে আনে। সোনামণি শোনো পাখির বাসা ভেঙ্গোনা ডাকবে কে ভোরবেলা। আমরা ভালো খোকাখুকি লেখাপড়া করি সময়মতো রোজ নামাজ পড়ি। ২৯.০২.২০২৪