পোস্টগুলি

আগস্ট ১৬, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাত-সত্য

ছবি
সাত-সত্য ============ মোঃ রহমত আলী ============ সত্যের বাণী শুনে মিথ্যা হাসে, মিথ্যার ফাঁদে সত্য যায় ফেঁসে। সত্যের কারবারী করে মিথ্যার দরবারী, বড় কথায় মিথ্যুকের,ছোট হয় সত্যবাদী, নিয়ে কিছু আজ শিক্ষনীয় শিক্ষা। মিথ্যা বলে-বলে খয়রাত চায়, মজলুম ভিখারী ভিক্ষা নাহি পায়। সত্যের অসুবিধায়,মিথ্যার সুবিধা, ঘটনার আড়ালে সত্য রয়ে যায়।  মিথ্যা দ্রুতগতিতে রটে রটে আগায়, সত্য যে সৎ তাই ছুঁতে ছুঁতে ও ছোয় না তো সহজে কেউ আর। অধরায় সত্য,ধরা খায় মিথ্যা, হকনা যতই তার বুনিয়াদ পোক্তা। সত্যের সন্ধানে সত্য হারিয়ে, চলছে সাত-সত্যের অনুসন্ধান, শত মিথ্যার মাঝে লুকায়িত, এক বিন্দু সত্যের আলো-টাই যথেষ্ট। এই তো তোমাদের লক্ষ মিথ্যার ভেতরে, এক যে সত্য ঢাকা পরেছে দুর্গন্ধে ! তা অনুভব করেছেন সে কে ? মিথ্যা সে তো সর্বদাই মৃত,আর সত্য, সে যে হরহামেশাই জীবিত,তাই মিথ্যাবাদী সত্যের নিশান খুঁজিতে ব্যর্থ । ১৫.০৮.২০২৩