পোস্টগুলি

ফেব্রুয়ারী ৫, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"সুধ'বুধ"

ছবি
"সুধ'বুধ" ============= মোঃ রহমত আলী ============= যে,যে যার মতো, কে কার-কার মতো, এমনও মত আছে,  কেমন যেন মন নেই। যেথায় খোয়াইলে পাথর, সেথায় মিলবে রতন। করো এখন নিজে নিজে নিজের সুকর্মের যতন। যে,যে, পরেরে দোষাইলে, সে,সে,কি?কে! নিজেলে, নিজের মতো চিনি-লিতে। কে?কে! কিবলা মূখী, আছো দাঁড়ায়ে,কাবিল-তো সবে মুখো কালামের, সত্যের,সত্যি ক'জনই বলি। যে,যে চলছো সব রাতে'র ঐ রত পথে! তিমির হতে তম কেটে, ফিরে এসে চলো, দিন থাকতে দ্বীনের পথে। সময় আজ কম হাতে নয় মিলিবে না মূখ্য মূল্য কাল হতে কাল। যে,যে মশকরা করি হক দ্বীনি ইলম কারীর।  সে,সে,কি?কে! উঠি, রোজ ফজর আদি হতে। ফরিয়াদ করি,ফকিরের দারে, দোয়া করোত,মোর দুধ ভাতে। কাড়িয়া লোকমা এতিম থেকে, বনিছো আবার দান করে, খুবই মহৎ বড় দান কারি। যে,যে থাকিতে চোখ মুন্দী থুতু ছুড়ি-লে পাছে জন-দি। সে,সে,কি? দিতে হাঁচি, মুখ ঢাকিলে হর হামেশায় কি। হুশ রহিতে বেহুশ যে জন, দোষারোপ করি কারে, কানে শুনে-তো বধির সাজে, চোখ থাকিতে না দেখে দৌড়ে চলে মরণ সড়কে। যে,যে, জ্বলছে অপরের ন্যায় উন্নত উল্লাসে। সে,সে,কি? আঁচকর, দিয়া ছিলে না চাইতেই কি? ওয়াদা মোতাবেক ঠিক